তুমি আমার প্রথম প্রেম ছিলে
তোমার প্রতি শ্রদ্ধা ছিল আজও
এক বুক ভালোবাসা.......
তুমি হয়তো আমার মনে আড়াল জুড়ে তুমি আছ ।
দেখতো, তুমি আমাকে নতুন করে চিনতে পারো কি না?
তোমার সাথে রিসক্সা ঘুরতাম,
কখনো বাসে বসে যেতাম একদিক ওদিক ।
কোথায় গেল সেই দিনগুলো ?
ফ্যাকাসে হয়ে গেলো নাকি ?
তাই আমার মনের ভিতরে রং তুলি দিয়ে
এখনো মাঝে মাঝে আঁকি
তোমার ছবি,
বৃস্টিতে ভিজেছি তোমার সাথে, মনে আছে সেটা ?
আইস-ক্রিম , চটপটি খেতাম তোমার সাথে ।
ভালোবাসায় হয় কিছু অনুভূতি আর
কিছু মিস্টি স্মৃতি আর হয় এক রাশ বেদনা ।