এসো এসো কাছে এসো
যেতে দিবোনা তোমায়
রাখবো আমার বুকের ধরে
বললাম তো "সরি"
ক্ষমা করো আমায়ে,
ভুল তো মানুষেরই হয়
মনের মতো মন না হলে
সে কি বলো প্রেম হয়
কি কিছু বলো?
একটু মিস্টি করে হাসো
রাগ তোমার কমেনি দেখছি
প্রিয়তম হাত ছাড়বোনা তোমার
করবো আলিঙ্গন
কপালে চুমু খাবো
যেতে দিবোনা তোমায় ।