ট্রেন থেকে নামলাম
যশোর মাটিতে পা রাখলাম
রেল স্টেশন ত্যাগ করে
রিকশাতেই চড়ে বসলাম
ভাইকে নিয়ে  
তোমার খোঁজে এসেছি যশোর,
দারুন লাগছে  এই শহর
ঘুরছি একদিক ও ওদিক  
দূরত্ব, কোনো ব্যাপার না
আমি মনে মনে তোমার নিকট
পৌছে গেছি কত আগেই
শুধু শরীরটা বাকি ছিল
আমার মনে হতো,
তুমি আছো পশ্চিম মেরুতে
আর আমি আছি পূর্বে ।
মাঝেঁ, বড় নদী বয়ে চলছে
ভালোবাসার টানে  
আমি ঢাকা ছেড়ে এসেছি যশোর
শুধু তোমার খুঁজে  
তোমাকে ভালোবাসি বলে,
এলাম তোমার দেশে !
একটি বছর কেটে গেলে, অভিমান করে  
তোমার উপর
তুমি, কথা বলোনি
আর আমিও, কম যায়নি
বুক ভরা কষ্টে কাটতো আমার দিন গুলো
পথে রিকশা থামলো
দেখলাম,তুমি আছো দূরে দাঁড়িয়ে
বাকিটা স্বপ্নে  অসমাপ্ত থাকলো
রয়ে গেলো কিছু স্মৃতি ।



*উৎসর্গ
আমার প্রথম কবিতার বই ,আমি উৎসর্গ করছি ...............
আমার বাবা, মা,প্রয়াত নানী,নানী,দাদি ও দাদি , রেবা ফহুপি,ফরিদ ফহুপা, রোকিয়া, বিপ্লব ,তানসি,অন্যান্য, বীথি ফহুপি,শিল্পী আপু,মমতাজ বেগম,আবুল হোসাইন, শিব্লী খালু ,মেরিন খালা, রিনা খালা, আমজাদ মামা,সিরু চাচা, জোতি মামা ,মেহেদী মামা তার পরিবার, বন্ধু বান্ধুবিদের, এবং আমার দুই প্রাপ্তম প্রেমিকে আমি উৎসর্গ করলাম ।
---- মো: তাজুল ইসলাম
মাহমুদুর রহমান হিমি ।