কি বলবো তোমায় ?
মাথার মধ্যে ঘুড়পাক খাচ্ছে
এই দুনিয়ার ঘটে
যাওয়া একটি ঘটনা
একটি "সোনার বাক্স" পাওয়া খবর
তার ভিতরে ছিল কিছু
পিতলের থালা বসুন
কি বলবো তোমায় বলো তো
শুনে খুব আশ্চর্য্য হবে !
সেই সোনার বাক্সটি
রীতিমতো উধাও তাও আবার এতো মানুষের
সামনে,কি আজব
কি বলবো তোমায় তাহলে শোনো
এটা ছিল আমার নিজের
বানানো আজগুবি গল্পের শুধু একটি ছোট গল্প ।