ভালোবাসার চতুস্কোন ভর
বড় বেশ ছলাকলা জানে ওই মন
সরল সোজা প্রেম বুঝেনা তাকে ছাড়া
প্রেমের টানে দেশ ছাড়া
আশেপাশে রইছি আমি তার
ঘুমের ঘোরে ঝাপসা দুই চোখ আমার
ভালোবাসার চিত্র তিনকোণা
আলিঙ্গন আর একটু ছোয়া
শুধু নাম যপি আমার এই অন্তরে
কার ছোয়া লাগলো এই মন জুড়ে ।