এই বুঝি  দেখা পেলো
আমার হাতটি তুমি ধরো?
তোমার কথা শুনবো বলে ।।
ভাবছি কত শত
এই আমরা হাতটি তুমি ধরো?
এই বুঝি সে তার দেখা পেলো ।




ব্যাখ্যা:
এই কবিতাটি রচনা করা হয়েছে পাত্র ও পাত্রীর বিবাহ বন্ধনে অবোধ হওয়াকে ।
"এই বুঝছি সে তার দেখা পেলো"
পাত্র পাত্রীর খোঁজ পেয়েছে,

"হাত ধরাকে"
তুলনা করা হয়েছে বিবাহ বন্ধনের সাথে ।