তোমার ওই মুখ
তোমার মতন কেউ নেই
তুমি আছো বা তুমি নেই
আমি আছি স্বপ্নের মাঝে
তোমার কাছাকাছি
জানো,প্রেমের কোনো দিনও মৃত্যু হয়না
তুমি নেই কিংবা নেই,
কিন্তু আমি আছি ।
শুধু তোমার কিছু স্মৃতি,পরে রয়েছে
সেই স্মৃতি গুলো আঁকড়ে ধরে
এতটা দিন কতটা বছর
পার হয়ে গেল
কত বসন্ত চলে যায়
জানিনা,আজও কি পাবো তোমার দেখা ?
নাকি,কোনোদিন ও মিলবে না তোমার ঠিকানা
স্বপ্নের রাজ্যতোর মনিকোঠায়,অন্য কারো বসবাস
তোমার ওই মুখ
এবং তোমার প্রেম ।