তোমাকে যত দেখি তাই
কাছে এসেছে শুধু দূরে দূরে যাই
কাছে এসে বলতে চাই মনে বলে বলি তোমাকে
"কতটা ভালবাসি"
তুমি আমাকে "ভালোবাসা" দিবে কি ?
বুনানো হৃদয়ে কষিতানা আলতা পড়া পায়ে
মন ভোলা বাতাসে
আলো আঁধারে ঘেরা
ফিরবার কোনো পথ নেই
বুকের মধ্যে চেপে কষ্ট পুষে রাখি ।
দুমড়ে মুচড়ে ভাঙ্গা গড়া সুখ
বড়োই নিষ্ঠুর এই পৃথিবী
ঈশান কোণে মেঘ জমেছে
ওই দেখো আকাশ বৃষ্টি আসবে বলে
আসবে আলো
তোমার জীবনে
তবু থেমে থাকো না
আছে প্রেম কিছু না বলার নেই ও
বেদনা ভরা হৃদয় ।
*বর্ণনা:আমার লেখা গল্প "দোহন" থেকে এই কবিতাটি লেখা জানিনা কেমন লাগবে ।
এখানে নায়ক "আবির" অপরাধ জগতের সাথে জড়িয়ে পরে নায়িকা "প্রত্যাশার" সাথে অনেকদিন পরে দেখা হয়েছে ।আবির অনেক বদলে গেছে আগের সেই সরল সোজা আবির এখন নেই আবির প্রত্যাশাকে তার জীবন থেকে সরে যেতে বলে কিন্তু প্রত্যাশা আবির ছেড়ে যেতে চেয়ে না সে সব সময়ে আবির পাশে থাকবেন
আশ্বাস দেয় ।