চুপ,কথা নয়তো রূপকথা
সেকি অন্য কথা
যেন কোনো কল্প কাহিনী
শুনেছ ওই পাখিদের
কলোরব শুনতে কি পাও ?
চুপ,কথা
নয় তো রূপকথা
এই বুকে কান পেতে শুনলো ।
হৃদপিণ্ডের শব্দ
কথা নয় কথা নয়
সেকি ঠোঁটে ঠোঁটে কথা হবে
রূপকথা
আলো গতিতে ছুটছে শব্দ
সেকি অন্য কথা
যেন কল্প কাহিনী ।