চুপ করে কেন আছ তুমি ? কথা কেন নেই ।
আমার হাত ধরো ছুটে চলো আজ যাই
কোথায় হারিয়ে ।
হাতে রেখে হাত
চোখে চোখে কথা হোক তোমার আমার
বৃষ্টি হবে মেঘ জমেছে আকাশ পানে ।
আজ বৃষ্টির দিন বৃষ্টির সাথে
তোমাকে বলি
বৃষ্টির তালে তালে প্রকৃতি নেচে উঠলো
সবুজ পাতার উপর বৃষ্টির ছিটাফোটা
শুনো টাপুরটুপুর শব্দ ।
চুপ কেন তুমি ? কিছু বললো বলবে না ?
কথা কেন নেই তোমার।
রাগ, করেছো কেন? রাগলে তোমাকে মিষ্টি লাগে !
তোমার চোখ গুলো, এলো মেলো শুধুই অভিমান করে
যাও এবার কিন্তু আমি চুপ করে থাকবো ।
কান, পেতে শুনো তুমি আমার হৃদয়ে স্পন্দ
কি বলছে তারা তোমায় !
তোমার মাঝে আমি আমাকে নিজেকে হারাই
তোমার বুকের মাঝে আছি ।
শোনো এই হৃদয়ে কি বলছে
চুপি চুপি ।
যাও অভিমান করতে আমি ও জানি ।
এই করলাম চুপ তোমার মতন ।