কেউ কেউ বলে কিছু
ছবি যা মনের কথা বলে
কিছু ছবি তা মনের
ভাব প্রকাশ করে সবই
রং আর তুলির খেলা
হাতের আলতো ছোঁয়া
ছবি তা হলো মনের
বিশাল ক্যানভাস সেখানে খুঁজে পাবে
তোমাকে আমাকে আলাদা আলাদা ।
ত্রিভুজ,বৃত্তাকার,গোলাকার
বিশিষ্ট কারুকাজ,
নীল হবে কারো মনের কথা  
আর এই ছবি যেন মনের কথা বলে
আঁকো তোমার মনের মতো ছবি
মিশিয়ে দেও তোমার প্রিয় রং
এক এক করে
তৈরী হবে একটা সুন্দর ছবি ।