আজ সকালের শুরুটা হয়েছে
বৃস্টিমাখা দিন দিয়ে
আকাশে কালো মেঘের ভেলা
লীলাখেলা
পথে পানি জমেছে
পুরো প্রকৃতি  জুড়ে
দমকা হওয়ার তান্ডব
একটু পর পর বিদ্যুৎ চমকায়
বৃষ্টির শব্দ
ঝর ঝর
আহা কি দারুন ।