বরষায় বর্ষণের
মিটলো মনের তৃষ্ণা
বৃষ্টি এলো কোন বনে
কে বাজায়ে বাঁশি
দূরের পথে
ডেকে তারে দিশেহারা
খুঁজে না পাই তারে
পাই না, দেখা তার
খুঁজি তারে নিরালায়
এই ভুবন জুড়ে
চক্ষু মিলে
বরষায় বর্ষণের
প্রবল ঘনঘটা
অপসা কালো আলো
আচ্ছন্ন আকাশ
বাতাস বৈছে চারিদিকে
মনে হয় ব্যাকুল তার জন্য ।