পিপাসুখ মানুষ বড়োই অচেনা
অচেনা দুইটি চোখ দুইটি হাত
নিস্প্রান এই হৃদয়  
ধীরে ধীরে বইছে বাতাস
অচেনা শহরে  ।।

অচেনা বহুদূর
নিস্প্রান দুই পা
চলছে তো চলছে
পিপাসুকে মানুষ বড়োই অচেনা ।


















ব্যাখ্য:একজন পথিক যার নতুন শহরে এসেছে তার যাবতীয় জিনিস সব হারিয়ে গেছে (চুরি হয়ে গেছে) কিভাবে পিছাবে তার গন্তব স্থান ।