ভালোবাসা হয় স্বার্থপর
নিজের সাথে বোঝাপড়া
কতদিন আর ?
বন্ধন, নামক শব্দটা
যেন পৃথিবী থেকে
বিলুপ্ত হতে চলেছে।
প্রয়োজন ছাড়া কি মানুষকে
আছলেছ খুঁজে ফিরে ?
প্রয়োজন ফুরিয়ে গেলে
কেউ পাশে থাকে না ।
এটাই, মানুষের ধর্ম
যারা মেয়েদের কলঙ্কিনী বলে
আখ্যায়িত করে তাদেরকে কি বলা হবে ?
মেয়েদের কষ্ট মেয়েরা বুঝে
কত কষ্ট বুকে নিয়ে পৃথিবী ছেড়ে যায় ।
ভালোবাসা নামক
বস্তুটিকে বেচাকেনা করার মত কিছুই না
জনসমর্থে টাকার বিনিময়ে হয় ভালোবাসা
স্বার্থপর ভালোবাসা
এমনকি দেখবো একদিন
হয়তো দেখতে হবে বিলবোর্ড
ভালোবাসার নামে ।