ভালবাসা মানে
মানুষটিকে নিখুঁদ
ভাবে চেনা ।
ভালবাসা মানে
মানুষটিকে ছিন্নমূল করে
চলে যাওয়া এক রাস মিথ্যা,
কেবল আবোল তাবোল যাতনা
কেউ নিয়ে আঁকড়ে পরে থাকা
কিছু সুখ যা দিয়ে যা দোলা
কি পরম, সে হয় আত্মীয়
ও পর হয়ে যাওয়া ।
কারো জীবনে মরিচিকা শুধু
কারো জীবনে স্বপ্ন কিছু
স্বপ্ন বিভোর করে অচীন রাজ্য জুড়ে,
ব্যর্থতা কালো ছাপ রেখে যায় চিরতরে
চাপা গলায় আর গান গাওয়া হয় না
হারিয়ে যায় গানের সুর গুলি
ভালবাসা মানে টুকরো
টুকরো অনুভূতি
এক বিন্দু শিশির ফোটা
এক সাথে জুড়ে দেয়া পবিত্র বন্ধন
কিছু কষ্ট,খুঁজে পাওয়া যত মায়া
কত কল্পনা মোরা বাসনা
কারো, কাছে প্রিয় অপ্রিয়
সহজে হওয়া ।
মিষ্টি কবিতা নাম ভালবাসা
আর এক রাশ
গোলাপের পাপড়ি
নিদ্রাহীন রাত একেলা পরে থাকা
বিষন্নতা, বিষন্নতা ।
ভালবাসা মানে
মানুষটিকে নিখুঁদ
ভাবে চেনা ।
*ছন্দ ছাড়া কবিতা