ভালবাসা হলো শুভঙ্করের ফাঁকি-
কে বলেছে ?
ভালবেসে
কেউ সুখী হয় !
কেউ সুখে নেই;তাই
বলে কি ভালবাসা ভালো নয়;
সব মিছে আশা; মিছে কল্পনা ।
বহুকালের অবহেলিতো-  
ভালবাসাহীন মানুষগুলো
মুখে দিকে চেয়ে দেখ  
তারা নীরবে ঝরে পরছে ।
কোনো এক অচেনা নষ্ট নেশায়
তাতে মূল্যহীন ভালোবাসার
চিত্র ফুটে আছে মনের দেয়ালে  ।
কাউকে ভালোবেসে কি হবে !!
আর হবে না ভালোবাসা
কোনো মানুষের সাথে;
প্রকৃতিকে ভালোবাসাতে চাই ।
ভালোবাসা হবে সবুজের সাথে
শুধু সবুজের ।