চলো বেশ দূরে যেখানে
নীলিমার নীল এক সাথে মিশে যায়
সবুজের ভিতরে যেন সাদা কাশ ফুল
জেগে উঠে মায়া এই পরনে
ধুধু বিস্তার ময়দান
আকাশের এক কোণে কালো মেঘ
মনে হয়েছে ঝড় আসবে,বুক চিরে,
আকাশে জুড়ে নামবে জম বৃস্টি
রিমঝিম শব্দ শুনা যাবে
মুখরিত চারিদিক
বৃষ্টির তালে তালে
মেতে উঠবে জনপদ
চলো মেঘের আড়ালে লুকাই !
চলো নীলিমার নীল মাখি গায়ে
এ যেন নতুন এক দিনের শুরু
শুরুটা হোক নতুন গানে
নতুন করে হোক পথ চলা
নেই নেই তার শেষ ।