তোমাকে চাই আরো কাছে
কিন্তু মনে হয় তুমি আমি আজ কতদূরে
মাঝে শুধুই বিশাল প্রান্তর,
ধুধু মাঠ ।।
আর কতকাল করবো অপেক্ষা তোমার জন্য
মোর ব্যাকুল মনে
বিষন্নতা শুধুই বিষন্নতা তবে
ধোঁয়াশা ও আঁধার
প্রজাপতি আমরা দুইজনে
আজও মিলবে কি আপন ঠিকানা ।