চলি ভালো থেকো
শুভ রাত্রি অনামিকা
পুরোনো নম্বর ফোন করেছিলাম
দেখলাম ফাকা
তোমার চিঠি এক রাশ
পুরোনো বিরতি একটু বৃষ্টি
কি করবো বললো অনামিকা
আমি যে আর পারছিনা
দুই দিন পর পর রাতে তুমি একজনের পর
অন্য জন্য কাছে তাঁর শরীরটা বিক্রি করো
হাত বদল হও
তোমার প্রাথনা যেন পরে থাকা মোর লাশ
কুকুরে খাচ্ছে,নিবৃত জনশূন্য
রাস্তায় শুয়ে থাকা মানুষ
ঘৃর্ণা করি তোমাকে অনামিকা
শুধুই ঘৃর্ণা করি ।