আমি নেই
নীল রং হয়ে গেছে বিলীন
কিছু জিজ্ঞাসা আছে
চেপে উঠেছে আমার গাঁড়ে
বড় বড় অট্রালিকা
ও মুখোশ পরা মানুষের মুখ
আমি একাকী ও নিস্তব্ধ
দাঁড়িয়ে আছি এদেরই মাঝে
এক রাস মিথ্যে মায়া
নিয়ে গড়ছি আমার জগৎ
মিথ্যে প্রাচীর গড়া অট্রালিকার
মানুষ গুলো
মানুষত্বহীন মন
মিথ্যে হলো আমার জগৎ
আমি আস্তে আস্তে নিজের পথ হতে সরেছি
হাটছি বহুদূর
তাই আমি নেই
তাই নীল রং হয়ে গেছে বিলীন ।