আমি এক অজানা পথের পথিক
কোথায় যাবো, তা জানিনা
এর শেষ কোথায় আমার জানা নেই
আমি এক দেশলাইয়ের কাঠি
যে নিজে পুড়ে অন্য দেয় আলো
আমি খালি খাতার শেষ পৃষ্ঠা
খাতা জুড়ে নেই কোনো অক্ষর
বাহ্ কোনো চিহ্ন
আমি এক নামহীন দ্রব
যার নেই কোনো অস্তিত্ব
কোনো চিহ্ন ।
*ছন্দছাড়া কবিতা