তুমি আমাকে পাবে সেখানে
যেখানে থাকবেন না
কোনো ভেদাভেদ
তোমার আর আমার মধ্যবর্তি জায়গায়
থাকবেন না কোনো দ্বন্ধ মানুষে মানুষে
ভালোভাবে কাটবে সময়ে,
এক একটি মুহূর্ত যেন হবে স্মরণীয় দিন
ভালবাসা যদি পেতে চাও ভালবাসা ছড়িয়ে দাও
মানুষের মাঝে তাদের দাও আদর,
বাড়িয়ে দাও তোমার সাহায্যের হাতটি
দাও একটু সহানূভুতি অসহায় মানুষের প্রতি
তার মাঝে পাবে তুমি আমাকে
আমি মরে যেয়ে মিশে আছি তাদের মাঝে ।