পৃথিবীটা এক আজব চিড়িয়াখানা
এখানে কেউ কেউকে খুব খুশি রাখে
আবার খুব ব্যথা দিয়ে চলে যায়
দুনিয়ার রীতি বুঝা বড়োই দায়ে
আজব দুনিয়ার আজব মানুষ
পাগল প্রেমিক
কেউ কারো কথা রাখে না
বেকার সবই
মুখ থুবড়ে পরছে মাটিতে
হায়রে আজব দুনিয়া
হায়রে আজব দুনিয়ার ব্যর্থ মানুষ ।