আজ কাঁদতে আসি নি, হারতে আসি নি,
চোখ মুছে আজ শক্ত মনে লড়বো, হ্যাঁ লড়বো।
বুকে বেঁধেছি পাথর আজি করেছি এই শপথ,
লড়তে এসেছি মোরা জিতবো না হয় মরবো।
স্বাধীন দেশে অধিকার চেয়ে হয় যদি দোষ,
তবে হ্যাঁ, এই দোষ মোরা করবো।
যদি অধিকার চেয়ে ঝরে তাজা প্রাণ,
তবে আর চুপ করে নয়, হ্যাঁ লড়বো।
লড়তে এসেছি মোরা জিতবো না হয় মরবো।
তিন দশক পরে জন্মে যদি বলে তারে রাজাকার,
চাইলে স্বাধীনতা কেউ, কেড়ে নেয় তাজা প্রাণ তার।
তবে জীবন দিয়ে মোরা হটাবো সেই স্বৈরাচার।
তবে আর ঘুমিয়ে কেন ভাই, এসো হ্যাঁ লড়বো।
লড়তে এসেছি মোরা জিতবো না হয় মরবো।
ছাত্র শুধু লড়বে কেন মাঠে ওরা একা,
মানুষ হয়ে যায় না তো আর ঘরে বসে থাকা।
পদ-পদবী, ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে,
এসো হে ভাই, শান্তি কামী লড়াই যে আজ চলে।
স্বাধীন ভাবে বাঁচতে মোরা জীবন বাজী ধরবো,
লড়তে এসেছি মোরা জিতবো না হয় মরবো।