জীবনে চলতে হোঁচট খেয়েছি
শত-সহস্রাধিক বার।
কিন্তু নিজেকে আবিষ্কার করার
চেষ্টা করেছি ভিন্ন ভাবে।
কখনো পেরেছি আবার কখনো ব্যর্থ হয়েছি
কিন্তু আমি হার মেনে নেয়নি কখনোই।
কখনো কখনো নতুন করে,
সফল হবার চেষ্টা করে গেছি।
আবার কখনো পরম যত্নে,
আগলে রেখেছি ব্যর্থ গল্প গুলোকে,
জীবনের অধ্যায়ে যুক্ত করে।
আমি কখনো ঠকেছি নির্বুদ্ধিতায়,
আবার কখনো ইচ্ছে করে।
আমি কাউকে বিশ্বাস করে ঠকি নি,
কেননা যে বিশ্বাস ঘাতক, তাকে
বিশ্বাস করাটা ই আসলে নির্বুদ্ধিতা।
তাই অগণিত বার বোকামি
আর নির্বোধের পরিচয় দিতে গিয়ে,
ভালো মানুষের মুখোশ গুলো
চিনতে শুরু করেছি ধীরে ধীরে।
সবাই নিজেকে পরিবর্তন করার উদ্যোগ
নিলে ও, আমি আর যাচ্ছি না সে পথে।
শুধু বোকামি আর নির্বুদ্ধিতা র
থেকে পাওয়া অভিজ্ঞতা গুলো
কাজে লাগানো র চেষ্টা করে যাচ্ছি।
তবে ব্যর্থতা ছাড়া সফলতা
গন্ধহীন বলে মনে হয়।
এক্ষেত্রে বিশ্বাস ঘাতক
গুলোর প্রতি আমি কৃতজ্ঞ।
কারণ তারা আমাকে শিখিয়েছে,
কি করে ভালো মানুষের মুখোশে থাকা
পিচাশ গুলোকে চিনতে হয়।
হয়তো পুরোটা চিনতে না পারলেও,
কিছুটা আন্দাজ করতে শিখেছি
মুখোশ ধারী মানুষের ভিতরের রূপ।
তবে এখন আর তাদের থেকে শিক্ষার
সুযোগ টা নিতে চাচ্ছি না।
আমি যত বার সফল হয়েছি,
তার সিংহ ভাগ ই হয়েছি নিজের প্রচেষ্টায়।
অন্যদিকে কখনো ই একার চেষ্টায় কোনো
ব্যর্থতার গল্প তৈরি করতে পারিনি আজ অবধি।
এতে সিংহ ভাগ সহযোগিতা ই ছিল
খুব নিজের ভেবে নেয়া কিছু শুভাকাঙ্ক্ষীর।