শীতের সকাল বড্ড মজার,
দেখতে দারুণ বেশ।
ঘন কুয়াশায় দিচ্ছে ঢেকে,
শ্যামল-সবুজ দেশ।
ঘাসের পাতায় শিশির বিন্দু,
ঘাস ফড়িংয়ের খেলা।
হাড়ি হাড়ি সাজানো ঐ,
খেজুর রসের মেলা।
বনের ফাঁকে সূর্য মামা,
উঁকি দিয়ে চায়।
শীতের পিঠা তৈরি করে,
ডাকছে আমার মায়।
সকাল বেলা উঠনেতে,
মিষ্টি রোদে বসে।
চিতই পিঠা ভিজিয়ে খাবো,
তাল-খেজুরের রসে।
পড়ার ফাঁকে রোদের মাঝে,
ষোল গুটির খেলা।
প্রজাপতি ফড়িং উড়ে,
দেয় যে মনে দোলা।
বছর জুড়ে প্রতিক্ষাতে,
কাটে না আর ঘোর।
আসবে কবে এমন সকাল,
এমন মজার ভোর।