আমার যেতে ইচ্ছে করে
সেই নদীটির তীরে।
যেথায় জেলে জাল ফেলে
ইলিশ গুলো ধরে।

গান গেয়ে পাল তুলে
নাও নিয়ে যায় মাঝি।
গাঙ্গের জলে বীর ডুবুরী
জীবন রাখে বাজি।

সকাল-সাঁঝে গাঁয়ের বধূ
নিয়ে যায় জল।
পানকৌড়ি নদীর জলে
করে যায় ছল।

ঢেউ নিয়ে খেলা করে
বাঁলি হাঁসের দল।
যবো আমি সেই খানেতে
আমায় নিয়ে চল।

থাকি আমি যেই খানেতে
যত লোকের ভীড়ে।
মন ছুটে যায় চুপটি করে
সেই নদীটির তীরে।