দিবাকর আলো বিলায় নিজ মহিমায়,
শশী তার কিছু আলো ধার করে নেয়।
নিশিতে যখন হয় আধার নিঝুম ,
ইন্দু তাড়াতে তম জাগে রাত নির্ঘুম।
মেঘমালা খেলা করে গগণ ও তলে,
কখনো বর্ষা, আবার কখনো তারা ভেসে চলে।
হিমেল বাতাস দেয় জাদুর ছোঁয়া,
কখনও কুয়াশা ঘিরে হয় যে ধোয়া।
চন্দ্র নিয়ম মেনে বিশ্রামে গেলে,
জোনাকি আলো দেয় নিজ বাতি জ্বেলে।
নাবিক রাতে কভু পথ ভুলে গেলে ,
তারকা দেখায় পথ মিটি মিটি জ্বলে।
প্রতিদান নাহি খোঁজে , করে যায় সেবা,
কে বোঝে প্রকৃতির ভালো? মানে ই তা কেবা?
প্রকৃতির খেলা বোঝা নয় মোর কর্ম,
জগতের সেবা করা এই তার ধর্ম।
স্রষ্টা দিয়েছেন সব মানবের তরে,
প্রকৃতির ক্ষতি আজ মানবে ই করে।
স্রষ্টার করুণা এই প্রকৃতির দান,
এসো মোরা সবে মিলে রাখি তার মান।