মাকে আমার পড়ে না মনে,
কভু একটি বার,
ভুলে গেছি মাগো তোমায়,
ডাকি না তো আর।
বিরক্তি নেই কারও কথায়,
নেই যে আর শাসন,
করছি এখন যা খুশি তাই,
ইচ্ছে র নেই বারণ।
মাকে আমার পড়ে না মনে,
কভু একটি বার,
চোখের কোনে অশ্রু এলে
কি দোষ দেব তার?
হারিয়ে তোমায় ভালই আছি,
দিব্যি আছি সুখে,
হয়তো তুমি নিয়েই গেছ,
হাসি নেই আর মুখে।
মাকে আমার পড়ে না মনে,
কভু একটি বার,
নয়ন জলে ভাসি না মা,
নেই তো চেখে আর।
তোমায় কত ভালবাসি
শুনবে না যে তাই,
চুপটি করে চলে গেলে,
বলতে পারি নাই।
মাকে আমার পড়ে না মনে,
কভু একটি বার,
পরলে মনে যায়না বাঁধা,
নিজেকে মা আর।
স্রষ্টাকে তাই জপি সদয়,
থেকো যেন সুখে,
তোমায় ছেড়ে ভালই আছি মা,
পাথর বেঁধে বুকে।