হে নজরুল, তুমি এসেছিলে বাংলার বুকে।
এসেছিলে মুক্তির জয়গান নিয়ে মুখে।
তুমি ডেকেছ তরুণ করেছ উদ্যমী,করেছ যুক্ত।
তুমি নিপীড়িত মানুষকে শেখালে লড়তে, করলে মুক্ত।
তুমি করেছ বিদ্রোহ, করেছ আহ্বান।
তুমি ধরেছ অস্ত্র, গেয়েছ বাংলার জয়গান।
তুমি মজলুমের হাতে ধরালে অগ্নি মশাল।
তুমি শেখালে ভাঙ্গতে জালিমের কাল শিকল।
তুমি অন্ধকারে সূর্যকিরণ, যুদ্ধে রণ বীর।
তারুন্যতার দিশা তুমি, চির উন্নত তমশীর।
তোমায় হটাতে পারেনি, কোন দুঃখ-দুর্দশা।
তুমি ভেঙ্গে দিয়েছ, শোষণের তমসা।
তুমি বীর-মহাবীর, তুমি যৌবনের পূজারী।
হবেনা, হবেনা কেউ, কখনও তোমার জুড়ী।