(বরিশালের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা)
মাজাভাই তুমি হাডে গ্যালা
মোরে তো কইলা না।
গুড়াগাড়ার লইগ্যা দেহি
কিছুই আনলা না।
বেইন্নাকালে ব্যাচতে নেলা
নৌকা ভইররা ধান।
ববুজানে দেহি আনতে কইলে
আদাচল্লি পান।
গরুর লইগ্যা আনা লাগবে
আজ্জারহানে খইড়।
গুড়াগাড়ায় জেলাফির লইগ্যা
দেছে দ্যাহো গইড়।
বড় মেয়ায় হাডে গ্যালে
কত্তকিছু আনে।
হাডে হে যাইবে ক্যাম্মে
হে তো বারাবানে!
তোমার লগে কতা কইলেই
ছ্যান ছ্যানাইয়া ওডো!
ভালো কতা কইলেও তুমি
খালি প্যাচাল পোডো।
মুই নাইলে হাডে গেছি
তুই হরছিলি কি?
ভ্যাসাল পাইত্ত্বা নাইলে
কয়ডা হাচড়া মাছ ধরতি!
ভ্যাসাল পাইত্ত্বা লাভ নাই এ্যাহোন
পানিতে নাই টান।
মোল্লা কান্দার গোড়ায় দেহি
খালে দেছে বান।
এহ্লা মোরে পাইয়া লইছো
ব্যাবাক ই মুই হরমু।
ঝাহি জালডা খালে বাইয়া
কদ্দুগ্গা মাছ ধরমু।
এ্যাহোন যাইয়া ঝাহি বাইয়া
পাবি হানে কি?
জোবার কালে গ্যালে হানে
কিছু তো পাইতি।
পুহোইর পাড়ে যাইয়া এ্যাহোন
দুদুর ধারে কইয়া।
গাছে উইট্টা পাইররা আনবি
গোডাচাইরে গইয়া।
মাজাভাই তুমি হগোল সোমায়
ফরমাইছ দ্যাও বেশী।
নিজে যত অকাম হড়ো
মোরে বানাও দোষী।
কাম কাইচ তো হড়ে না খালি
মাদবারি হইররা ঘোরে।
আর কেওরে পায়না খালি
পাইয়া লইছে মোরে।