ধন্য আমি জন্মেছি ভাই,
বাংলা মায়ের কোলে।
পরিপূর্ণ রূপের মোহে,
সবই যে যাই ভুলে।

এই মাটিতে সারা বছর,
সোনার ফসল ফলে।
দেশটি আমার সাজানো ভাই
নানান ফলে-ফুলে।

এইখানে মোর খাল-নদী বেশ,
হরেক মাছ তার জলে।
আমার দেশে গানের পাখি,
ডাকে গাছের ডালে।

আমার দেশে প্রাণ জুড়াবে,
যেথায় তুমি যাবে।
সাগর কন্যায় গেলে তুমি,
সূর্যাস্ত-সূর্যোদয় দেখতে পাবে।

ছয়টি ঋতুর বাহারি চমক,
আর কোথাও না পাবে।
গ্রীষ্ম কালে ফলফলাদি,
মজা করে খাবে।

খেজুর রসে চিতই পিঠা,
ভাপা পিঠা শীতে।
সব ঋতুতেই আসবে তুমি
কিছু তো স্বাদ নিতে।

সোনার দেশে সোনা ফলায়,
আমার কৃষাণ ভাই।
সারা ভুবন জুড়ে ও যেন
এর তুলনা নাই।

রূপসী এই সোনার দেশের
রূপের নাইরে শেষ।
এ যে আমার মাতৃভূমি,
সোনার বাংলাদেশ।