মানুষ-মানুষ ভাই-ভাই,
দেখতে কোন তফাত নাই।
তবু কারও খাবার রাজকীয়,
কারও পেটে অন্ন না হয়।
এই দুনিয়ার মানুষেরা,
টাকার পিছু ছুটছে তারা।
একজনকে ঠকিয়ে,
আর একজন হবে দেশের সেরা।
সারা ভুবন জুড়ে আজ,
চলছে এই প্রতিযোগিতা।
এই খেলাতে কারও পরাজয়,
কেউবা আবার অপরাজিতা।
চাঁদা বাজী-সন্ত্রাসবাদী চলছে আজ,
গোটা সমাজে।
ছিনতাই আর রাহাজানি,
সে তো চলছে সকাল-সাঁঝে।
মানুষ মরে মানুষের ভয়ে,
ধর্ষণ যেন পাপ কিছু নয়!
হিংস্র জানোয়ার লাজে পালায়,
মানুষেই আজ মানুষ ছিঁড়ে খায়।
এক-এক সময় এক-এক নেতা,
এই সমাজ সংসারে।
কেউবা আবার নেতা সেজে,
পথে-পথে ঘোরে।
সব নেতারই আছে বড়াই,
আছে বাহাদুরী।
সুযোগ পেলেই গরীবের হক,
করছে তারা চুরি।
মানুষ রুপি দেখতে হলেও,
মানুষ তো সবাই নয়।
আসল মানুষ সেই তো হবে,
মনুষ্যত্ব যার বেঁচে রয়।