ক্ষমা করো মোরে ওহে মুক্তিকামী বীর,
ওহে বীর শহীদগন।
বৃথা হয়েছে রক্ত তোমাদের
রাখতে পারিনি তার মান।
কাদের লাগি দিয়েছ জীবন
কষেছিলে হিসেব তার?
লজ্জায় আজ নত মস্তক
কি হবে বলে আর।
মুছে গেছে আজ রক্ত তোমাদের
আমাদের মাটি থেকে।
রঙ্গিন আজ ধর্ষিতার খুনে
মানচিত্র পুরো গেছে ঢেকে।
ইজ্জত দিয়ে সহ যোদ্ধারা তোমাদের
বীরাঙ্গনা হলো।
হাজারো নুসরাত-তনু রা
আজি কি নাম তারা পেলো?
বৃথা তোমাদের ন্যায়ের পথে
সেই সব প্রতিবাদ।
বাতাসে ভাসে আজও শুনি
বিশ্বজিৎ-আবরারদের সেই আর্তনাদ।
জীবন দিয়ে স্বাধীন করে
চির উন্নত তম শির।
স্বাধীন দেশে নত মস্তক মম
ওহে মুক্তিকামী বীর।
ক্ষুধার্তের কান্না কানে লাগে না আজ
শ্লোগানে পরে যায় ঢাকা।
অট্টালিকার রসা নলে আজ
আশ্রয়হীন মানুষ বস্তি পুড়ে ফাঁকা।
ডাস্টবিনে খুঁজে খাদ্য যোগাড়
পথে ঘাটে যায় রাত-দিন।
মানুষগুলো পরাধীন আজ
হায়েনা রা সব স্বাধীন।
মানবাধিকার নাহি দিবে ,
নাহি দিবে যদি মৌলিক অধিকার।
তবে কেন জীবন দিলে,
স্বাধীনতার ছিল কি দরকার?
ক্ষমা করে দিও ওহে দামাল বীর,
ওহে শহীদ দল।
হিম্মত মোর নেই যে কোনো,
নেই তো মোর মনবল।
বৃথা তোমাদের শহীদি মরণ
বলবো কি তা আর।
না খেয়ে আজ অনাহারে মরে
তোমাদের পরিবার।
শকুনের থেকে মুক্ত করলে
তোমরা জীবন দিয়ে।
হায়েনার দল করছে খেলা আজ
মানুষের জীবন নিয়ে।
ক্ষমা করো ওহে বীর পালোয়ান
ওহে মুক্তি যোদ্ধারা।
তোমাদের নামে টাকার পাহাড়
গড়ছে পিচাশরা।