জাত নিয়ে হায় এই জগতে
কত বারাবারি।
জাত নিয়ে হয় জগত জুড়ে
বিবাধ-মারামারি।

জাতের লাগি করিসনে ভাই,
এত বাহাদুরী।
মরলে পরে লাশ হবিরে,
কি জাত হয় তাহারি?

লালন শাহের জাত ছিলনা,
গুরু জনে কয়।
তবু তো ভাই সকল জাতে,
নামটি তারই লয়।

জাত ভুলে আয় হিন্দু-মুসলিম
সবে মোরা মানুষ।
দম ফুরলে বন্ধ হবে
সকল রঙের ফানুস।

যার যে ধর্ম নিজ মনে কর,
না দিশ তাতে বাধা।
যা ভুলে যা সব ভেদাভেদ,
ছেড়ে গোলক ধাঁধা।

ধর্মে তোমার জুলুম-অবিচার
কোনখানে নাই।
তবু কেন হায় ধর্মে হামলা,
রক্তগঙ্গা হয়?

এসো হে ভাই সবে মোরা,
হাত মিলিয়ে চলি।
সকল ধর্মের থেকে মোরা
সত্যের কথা বলি।