আমি সর্ব কাজের কাজী ,
তবু অকর্মা র এক ঢেঁকি।
জিততে হবে সবার সাথে ,
তবু সব খানেতে ই ঠকি।
যে পথে যাই খাই যে হোঁচট,
তবু সে পথেই চলি।
বলতে কথা হই অপমান,
তবু বড্ড কথা বলি।
যেখানে যাই ছোট-বড়,
সবাই আমার ছাত্র।
বুঝি না তাও কেন আমি,
সবার হাসির পাত্র।
আমি তো ভাই মহা জ্ঞানী,
বুদ্ধিজীবীর জ্ঞাতি।
আমায় ছাড়া সবই মিছে,
রসাতলে জাতি।
সবার জন্যই ভাবি,
আমি নন্দ লালের গোত্র।
দিন শেষে তাও বলতে শুনি,
আমি হাসির পাত্র।