বদলে গেছে সময় এখন,
উল্টো চলে ঘড়ি।
উল্টো চলে স্রোত এখন,
উল্টো চলে তরী।
বদলে গেছে আবহাওয়া,
উল্টো চলে ঋতু।
খুব সাহসী বিড়াল এখন,
বাঘ মামা তাই ভীতু।
বদলে গেছে শিক্ষা গুরু,
উল্টো চলে ছাত্র।
শত্রু রা সব আপন এখন,
ভয়ে পালায় মিত্র।
বদলে গেছে সময় এখন,
উল্টো চলে ঘড়ি।
উল্টো চলে স্রোত এখন,
উল্টো চলে তরী।
বদলে গেছে নিয়ম এখন,
উল্টো চলে রীতি।
মূর্খ মানুষ খুব দাপুটে,
এখন সমাজপতি।
বদলে গেছে নিয়ম এখন,
উল্টো চলে রথ।
বে পথে সব যাচ্ছে ধেয়ে,
বিলীন এখন পথ।
বদলে গেছে সময় এখন,
উল্টো চলে ঘড়ি।
উল্টো চলে স্রোত এখন,
উল্টো চলে তরী।
বদলে গেছে রুচি এখন,
উল্টে গেছে সাধ।
খাচ্ছে সবাই উল্টো খাবার,
বদলে এখন ভাত।
বদলে গেছে কথার ধরন,
উল্টো চলে সব।
ছেলের কথায় চলছে এখন,
ও বেচারা বাপ।
বদলে গেছে সময় এখন,
উল্টো চলে ঘড়ি।
উল্টো চলে স্রোত এখন,
উল্টো চলে তরী।
উল্টে গেছে নিয়ম এখন,
ভ্রমর না ছোঁয় ফুল।
ভুল গুলো সব শুদ্ধ এখন,
সঠিক গুলো ভুল।
বদলে গেছে আবেগ ঘন
ভালবাসার মন।
মানুষগুলো হায় স্বার্থ ছাড়া
বুঝে না এখন।