পথে পরে জন্ম যাহার,
পথেই বেড়ে ওঠা।
পথে পরে রাত্রি যাপন,
পথেই জীবন ছোটা।
নেই বাবা-মা স্বজন ওদের,
আপন কোনো লোক।
থাকতে বেঁচে খাবার খুঁজে,
চোর-ডাকাত ই হোক।
ওই ছেলেটা জারজ হলো,
এমনি ই বাবা ছাড়া?
পিতা-মাতা তার ও আছে,
ভদ্র মুখোশ পরা।
টোকাই ওরা অপরাধী,
পায় না খুঁজে কুল।
মনে রেখো ভদ্র সমাজ ,
এ তোমার পাপের ফল।
নেই কি কোনো দায় তোমাদের ,
ওহে সমাজপতি।
জারজ বলে ধিক্কার কেন,
দেয় যে গোটা জাতি।
জন্মদাতা র পাপের বোঝা,
বইবে কেন ওরা।
বুক ফুলিয়ে চলবে কেন,
অপরাধী যারা!
খানিক সুখে তোমার করা,
ছোট্ট কোনো ভুলে।
বিষাক্ত সব কটা ধরেছে আজ,
পথের ফোটা ফুলে।