একুশ এলো বাড়লো আমার
ভাই হারানোর ব্যথা।
একুশ এলো জাগলো আমার
মাতৃ ভাষার কথা।
একুশ এলো ভাষা শহীদের
তাজা রক্ত দিয়ে।
একুশ এলো আমার প্রিয়
বাংলা ভাষা নিয়ে।
একুশ আমার বাংলা ভাষার
প্রথম প্রতিদান।
একুশ এসে হারালো আমার
লাখো ভাইয়ের প্রাণ।
একুশ এলে সবার মুখে
মাতৃ ভাষার গান।
একুশ এলে জেগে ওঠে
বিশ্ববাসীর মন।
একুশ হলো শহীদের
প্রতি শ্রদ্ধা-সম্মান।
একুশ মানে বাংলা ভাষা
চির অম্লান।
একুশ মানে শহীদ মিনারে
পুষ্প অর্পন।
একুশ মানে দাবি আদায়ের
শ্রেষ্ঠ দর্পন।
একুশ এলে বাংলার
আকাশ হয়ে ওঠে লাল।
মাতৃভাষার এই ইতিহাস
সত্যিই বিরল।