ওঠো শহীদ জাগো একটি বার,
দেখ বাঙ্গালী আজও বর্বর।
যাদের জন্য করেছ যুদ্ধ,
মানবতা আজ তাদের কাছেই অবরুদ্ধ।
যে জাতির জন্য দিলে তোমাদের প্রাণ,
সে জাতির হাতে ই হচ্ছে
আজ স্বাধীনতার ম্লান।
শহীদ তোমরা জীবন দিয়ে
করলে দেশকে মুক্ত।
গাজীরাও লড়েছে সমান,
তবু তারা আজ অভুক্ত।
ওঠো শহীদ জাগো একটি বার,
দেখ বাঙ্গালী আজও বর্বর।
দেখ তোমাদের মাটিতে আজও
হয় মা-বোন ধর্ষিত।
এখানে আজও মানুষ হয়,
অধিকারে বঞ্চিত।
বছরে একদিন তোমাদের স্বরি
লাখ কোটি টাকার ফুলে।
পরিবার তোমাদের অনাহারে মরে,
এ গেছি যে ভুলে।
রক্ত দিয়ে, জীবন দিয়ে দিয়েছ মানচিত্র,
দিয়েছ স্বাধীন দেশ।
বর্বর জাতি আজ লুটে খায়, আর স্বাধীনতা
গলা টিপে করছে শেষ।
আজও বুঝিনা স্বাধীনতা কি?
কি তোমাদের রক্তের মানে।
পাবো কি উত্তর জানিনা আমি,
স্রষ্টাই শুধু জানে।