সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে,
আজ আমি বাক রুদ্ধ।
কাহাদের তরে আজীবন ধরে,
করেছি মহা যুদ্ধ?
আমরণ আমি গড়েছি সম্পদ,
কত না রকম তন্ত্রে।
আজি তায় আমার বিষের কাটা হলো,
জীবনের শেষ প্রান্তে।
সুখের নেশায় খুঁজে নিয়েছি,
সর্প বিষের জ্বালা।
খরস্রোতা তীরে নিছক বসে,
আজি অপরাহ্ণ বেলা।
কারে দুষিব? নিজের দোষে,
অপরাধী নিজে আজ।
নিজ হাতে তাই পরে নিয়েছি,
মরণ সাধের তাজ।
সন্তানের তরে সম্পদ গড়েছ,
করলে কি তায় ভুল?
সঠিক শিক্ষায় না গড়ে সন্তান,
হারাবে সব কুল।
অন্তিম কালে থাকতে ভালো,
যদি না থাকতে চাও অনাহারে।
সুশিক্ষা দিয়ে সন্তানকে,
সম্পদ বানাও তারে।