বৃষ্টি দেখেই জেগে ওঠে
হৃদয়ের সব ব্যথা,
বৃষ্টি দেখেই মনে পরে
সেদিনের সেই কথা।

আর কখনও হয়নি ভেজা
বারি ধারার জলে,
কখনই আর হয়নি ছোঁয়া
প্রজাপতির ছলে।

তোর সাথেই প্রথম ভেজা,
তোর সাথেই শেষ,
আর কখনও হয়নি ছোঁয়া
বৃষ্টি ভেজা কেশ।

আর কখনও হয়না যে আর
জলের ছোরা-ছুরি,
এখন তো আর পথ হাঁটি না
হাত ধরে যে তোরই।

বৃষ্টি দেখেই মন ছুটে যায়
তোর স্মৃতির দেয়ালে,
বৃষ্টি এলেই যাই হারিয়ে
অজানা কোন খোয়ালে।

বানের জলে ভিজবো আবার
তুই ফিরে এলে,
আলতো ছোঁয়ায় হারাবো আবার
তোর বৃষ্টিস্নাত চুলে।