পাখি ডাকা ভোরে পথ হেটে যাই
বাবা তোমার সাথে।
পৃথিবীর শ্রেষ্ঠ পরশ পাই যে আমি
বাবা তোমার হাতে।
ভালবাসায় সিক্ত আমি
বাবা তুমি আছো বলে।
একলা করে আমায় কভু
যেওনা যেন চলে।
খোকা বলে ডাকলে তুমি
যাই যে সবি ভুলে।
সুখ গুলো সব পাই যে খুঁজে
বাবা তোমার কোলে।
ভালবাসি তোমায় বাবা
হয়নি কভু বলা।
তাই বলে থামবে কি আর
তোমার পথ চলা।
তোমার খোকা নেইকো ছোট
হয়েছি আজ বড়।
মেঠো পথে হাঁটবে আবার
হাতটি খোকা র ধরো।
দাওনি বাবা কষ্ট তোমার
বুঝতে আমায় কভু।
তাই বুঝি গো বাবা নামে
পাঠাল তোমায় প্রভু।
মোদের সুখে পরালে
তোমার শখের গলায় ফাঁসি।
তবু স দায় রাখলে ধরে
তোমার মুখের হাসি।
বাবা তোমায় ভালবাসি
সত্যি বড্ড বেশি।
তোমার পরশ পেলে বাবা
সুখের বানে ভাসি।