আমার গাঁয়ের রূপের মায়া ভুলতে পারি না।
তোমার মায়ায় আগলে রেখো ওগো পল্লী মা।
তোমার রূপের মোহ ছেড়ে থাকতে পারি নাই।
মিশে আছো হৃদয়ে মাগো যেথা আমি যাই।
পল্লী মায়ের সঙ্গে আজও আমি খেলা করি।
তোমায় নিয়ে আজও মাগো নানান স্বপন গড়ি।
হয়তো আমি আজকে মাগো তোমার বুকে নেই।
তবু তোমায় আগলে রাখি হিয়ার মাঝেই।
সবুজ-শ্যামল রূপের মাঝে সুরের পাখির গান।
মৃদু হাওয়ায় দুলছে আবার সোনালী সেই ধান।
হাজার রূপে রূপবতী আমার প্রিয় গাঁ।
তোমায় ছেড়ে আমি মাগো থাকতে পারি না।