কেমন কি করি?
সবই অর্থহীন
আমি শব হয়ে যাই
তুমি অতিথি পাখি হয়ে যাও
আমি ফকিরি ভঙ ধরি
তুমি লাল কুসুম দেখাও আস্তিন খুলে
আমি লজ্জায় সাধু সেজে যাই
তুমি মুখ ঢাকো কালো বোরকায়
আমি পণ্ডিতি ঝাড়ি কথায় কথায়
তুমি শ্রোতা হয়ে আমাকে কাবু করে নাও রাখালের মত
আমি আওয়াজ তুলি আমি একা বরই একা সূর্যের মত আমি একা
তুমি শ্রোতা হয়ে আমাকে কাবু করে নাও রাখালের মত
আমি পণ্ডিতি ঝাড়ি কথায় কথায়
তুমি মুখ ঢাকো কালো বোরকায়
আমি লজ্জায় সাধু সেজে যাই
তুমি লাল কুসুম দেখাও আস্তিন খুলে
আমি ফকিরি ভঙ ধরি
তুমি অতিথি পাখি হয়ে যাও
আমি শব হয়ে যাই
সবই অর্থহীন
কেমন কি করি?
২৮।১১।১৪
পুরাধুনিক কবিতা-২