ময়না এখন কয় না কথা
ফুর্তি করে রোজ
কোন দেশেতে হারিয়ে গেল
চোঙ্গা নিয়ে খোঁজ
টাক্কু মাথায় কাক্কু চলেন
খুঁজবে বলে তাকে
মন্টা মিয়া ঘন্টা বাজায়
স্বপ্নগুলোর ফাঁকে
বল্টু বলে পল্টু কোথায়
একটি করে দল
মিষ্টি বলে সৃষ্টি আমি,
সবাই খুজি চল
ঢাকা শহর ফাঁকা শহর
পাইনি তারে খুজে
আসমানেতে দেখতে যাব
চক্ষু দুটি বুজে
এমনি সময় দেখতে পেল
একটু খানি ঘুরে
বিলবোর্ডেতে ময়না আমার
গাবতলীর ঐ মোড়ে।