বুদ্ধি, শরীরের মেদ বেড়েই চলেছে
মেদ কমাতে দৌড়াই একশ মাইল
ঘাম জড়াতে পারিনা একফোটা
বুদ্ধির মেদ জট পাকায় খুলতে গেলে
আটকে যায়, জট থেকে গিট্টুতে রুপ নেয়
আমি অসহায় হয়ে যাই তোমার পাশে
সেকেন্ডে ঘেমে উঠি, মিনিটে গোসল
ঘন্টায় সাঁতরাতে থাকি
কাঁপা রোগ হয়, তোমি হাসো
আমার পৃথিবী ছোট হয়ে আসে
আলোতে অন্ধকার দেখি, অন্ধকারে অথৈই সাগর
তোমি ফিক করে হেসে উঠো
লজ্জায় মরে যাই আমি,
বুদ্ধি ও মেদ বাড়তে থাকে
আমি আরো অসামাজিক হয়ে উঠি।
১৩.৯.১৪