বাস চলে গেল লাল ফড়িং-এর ডানায়
স্তব্দ হয়ে রয়ে গেল তোমার পদচিহ্ন
খুঁড়ে খুঁড়ে পুরে গেল ঘাস
রক্তে পরিণত হল পানি
কৃষ্ণচূড়া ঝড়ে পড়ল তক্তপোশে
আকাশে উড়ে গেল কর্কশ কাক
বাস চলে গেল লাল ফড়িং-এর ডানায়
বীরদর্পে লালগালিচা চাপিয়ে নিশ্চিন্ত সবুজ প্রান্তরে
পথভ্রান্ত পথিক
চেয়ে থাকে অপলক- শূণ্যে. মহাশূণ্যে
অতপর চোখের কোণে একফোটা জলর
লাল. মরিচিকা. লালবাস.
৯.৯.১৪
ঘাটলা, জাবি, ৫.৩০মি.