উৎসর্গ করবো কবিত্ব আমার দিয়েছি ওয়াদা,
উচ্ছ্বাস অসু ছলমল অখিল পারমিতা।
কোনো স্মৃতির ফলকের অনুরোধে নয়,
নয় অমরাবতীর লোভনীয় সিদ্ধে,
আমার পূণ্যের নক্তন্দিরের উৎকলিকা
উৎসর্গ করেছি আপন দায়ের বিদ্ধে।
হে আগামযাত্রী,
তোমার শ্রুতি শাস্ত্র জ্ঞান আশা রাখি নয় নিবৃত্ত;
বিসর্জন দাও,যাতনা আসুক যতই
আগাম তনয়ের সুখভোগের নিমিত্ত।
হে সন্ধানী,
হৃদি- দরপণ করো সমার্পণ,
অপদৃষ্টি মুছে সানন্দ থাকুক বদন।
জন্মলগণ ছিলো অনিরুদ্ধ পূণ্যে,
স্রষ্টার নিবিড় শুভদৃষ্টি তোমার জন্যে।
গোধূলীর শুভক্ষণ প্রভাতে সন্ধ্যায়
জীবনের থরে-বিথরে সর্বত্র বায়।
শপথ স্রষ্টার,রেখেছি ওয়াদা
উচ্ছ্বাস অসু ছলমল অখিল পারমিতা।